বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

না’গঞ্জ কারাগারে ১০ টেলিফোন  

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস সংক্রামণ রোধে জেলা কারাগারে এক অভিনব পদ্ধতি গ্রহন করা হয়েছে। কারাবন্দিদের সাথে তাদের আত্মীয়-স্বজনদের টেলিফোনের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে।  

 

বুধবার (২৫ মার্চ) জেলা কারাগারে এ ব্যবস্থা গ্রহন করা হয়। জেলা কারাগারের ভিতরে ও কারাগারের বাহিরে ১০টি টেলিফোনের ব্যবস্থা করা হয়েছে।


জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, করোনা ভাইরাস সংক্রামণের আতঙ্কের কারণে কারাবন্দিদের তাদের আত্বীয়দের সাথে যোগাযোগ করতে সমস্যা হচ্ছিল। সরকারের নির্দেশে টেলিফোনের মাধ্যমে বন্দিদের যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে।

 

জেলা কারাগারের বাহিরে ৫টি ও ভিতরে ৫ টি টেলিফোন বসানো হয়েছে। এখন কারাবন্দিরা তাদের আত্বীয়দের খোঁজ-খবর নিতে পারবেন। এতে শ্রম, সময়, অর্থ সবই লাগব হবে। 
 

এই বিভাগের আরো খবর