বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

না’গঞ্জ আদালতে মারধরের শিকার আসামীপক্ষ, লাঞ্ছিত আইনজীবীর সহকারি

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারী নির্যাতন ও যৌতুকের মামলায় আদালত হাজিরা দিতে এসে মারধরের শিকার হয়েছেন আসামীপক্ষের লোকজন। এসময় বাধা দিতে গেলে আসামীপক্ষের এক আইনজীবীর সহকারিও লাঞ্চিত হন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে আদালতের গেইট প্রাঙ্গনে এ ঘটনাটি ঘটে। 


প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, যৌতুকের মামলায় আদালত হাজিরা শেষে মন্টু ও তার সহযোগীরা আসামীদের উপর হামলা চালায়। এসময় সহকারী আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি মহিউদ্দিন সেন্টু বাধা দিতে গেলে তার উপর চওড়ায় হয়ে এডভোকেট মন্টু তার সহযোগীরা এলোপাথারি মারধর করতে থাকে। পরে পুলিশের উপস্থিতিতে ঘটনাটি একপ্রকার শান্ত হয়।


তবে মারামারির এ ঘটনা নিয়ে আদালতে এক প্রকার আতঙ্গ বিরাজ করছে। ইতি মধ্যেই আদালতে প্রাঙ্গনে দফায় দফায় মারিমারির ঘটনাকে নেক্কার জনক ঘটনা বলে দাবী করছেন সাধারন মানুষ। 


এবিষয়ে জানতে চাইলে কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান বলেন, মারামারির ঘটনা শুনেছি। তবে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। তবে এ ঘটনায় কোন আহতের ঘটনা ঘটেনি। 


কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এস আই) কামাল বলেন, যৌতুকের মামলা হাজিরা দিতে এসে বাদী পক্ষের লোকজনের হাতে মারধরের শিকার হন আসামীরা। পরে পুলিশ ঘটনা স্থলে হাজির হলে পরিবেশ একপর্যায়ে শান্ত হয়। 
 

এই বিভাগের আরো খবর