বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

নাঁচলেন ইউএনও নাহিদা বারিক, গাইলেন গলা ছেড়ে

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯  

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : নাঁচলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, গাইলেন গলা ছেড়েও। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ইসদাইরস্থ ওসমানী পৌর স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি সমবেত সঙ্গীতে এসে যোগ দেন। এসময় তাকে মাইক হাতে গলা ছেড়ে গাইতে দেখা গেছে।

 

এ সময় মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। ইউএনও নাহিদা বারিকের এ গানের দৃশ্য কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন। 


শনিবার ওসমানী স্টেডিয়ামে সদর উপজেলা পরিষদের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। 


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এসময় আরও উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চন্দনশীল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ^াস, বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ক্রীড়া ব্যক্তিত্ব ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু প্রমুখ।


খেলায় কাশীপুর ইউনিয়ন পরিষদ ২-০ গোলে বক্তাবলী ইউনিয়ন পরিষদকে পরাজিত করে। 
 

এই বিভাগের আরো খবর