মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১

নবীগঞ্জ ঘাটে অস্থায়ী হকার ও দোকান উচ্ছেদ

প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ঘাটের পাশে অস্থায়ী হকার ও দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে।  জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, নদী তীরবর্তী ওয়াকওয়ে নির্মাণ ও ঘাটটিকে কেন্দ্র করে মানুষের চলাফেরার জন্য সৌন্দর্য বর্ধন করা হয়েছে। 

এখানে অস্থায়ী দোকান, ভ্রাম্যমাণ দোকান ও হকারদের বসতে দেওয়া হবে না। 

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন- নাসিক মেয়রের ব্যক্তিগত সহকারী আবুল হোসেন, নাসিকের পরিচ্ছন্ন পরিদর্শক শ্যামল পাল, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ, নগর পরিকল্পনাবিদ মঈনুল হোসেন প্রমুখ।
 

এই বিভাগের আরো খবর