শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

নববর্ষ উপলক্ষে মুখোশ, সরাচিত্র পাওয়া যাচ্ছে না’গঞ্জ চারুকলায়

প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৯  

সংবাদ বিজ্ঞপ্তি (যুগের চিন্তা ২৪) : দরজায় কড়া নাড়ছে বাংলা ১৪২৬ সন। নববর্ষকে স্বাগত জানাতে প্রতিবারের মতো এবারও শোভাযাত্রার আয়োজন করছে নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউট।


এ উপলক্ষে চারুকলা প্রাঙ্গণে দিনরাত চলছে বর্ষ বরণের প্রস্তুতি। চলছে মুখোশ, সরাচিত্র, জল রং ও মুখের অবয়ব নির্মাণ। হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে আধুনিক মানুষের গভীরে স্থাপন করতে এবং আমাদের শিকড় মজবুত করতে চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে চলছে এসব প্রস্তুতি।


‘মস্তক তুলিতে দাও উদাত্ত আকাশে’ এ কথায় বিশ্বাস রেখে চারুকলা চায় সবার সঙ্গে এ আনন্দ ভাগ করে নিতে। তাই মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে জল রং, মুখোশ, সরাচিত্র এবং মুখের অবয়ব। পাওয়া যাবে নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউট প্রাঙ্গণে (যোগাযোগ: ০১৬২০২৪১৮০৫)। 


সর্বোপরি শোভাযাত্রার এ আয়োজনে পাশে থাকার আমন্ত্রণ রইলো সবাইকে।