শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

ধ্রুব সাহিত্যপত্রের মোড়ক উম্মোচন

প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৯  

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪) : সৃজনশীল সাহিত্য পত্রিকা ধ্রুব এর “মোড়ক উম্মোচন” অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট শনিবার সুগন্ধা কাবাব হাউজে সম্পাদক আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও মানবাধিকার সংগঠন অধিকার এর নারায়ণগঞ্জ ইউনিটের সমন্বয়ক বিল্লাল হোসেন রবিন।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জজ কোর্ট সহকারী পাবলিক প্রসিকিউটর শামীম হোসেন, সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ এস এম এনামুল হক প্রিন্স, ইষ্টার্ন আইডিয়াল কলেজের প্রভাষক মৃত্যুঞ্জয় দত্ত ও সমাজসেবক মো. হেলাল উদ্দিন প্রমুখ।
 
ধ্রুব জুলাই ২০১৯ সংখ্যা যাদের লেখায় সমৃদ্ধ হয়েছে তাঁরা হলেন মৃত্যুঞ্জয় দত্ত, মুহাম্মদ মিজানুর রহমান, এএসএম এনামুল হক প্রিন্স, আলম শামস, ফাহমিদা বারী, সাইফ বরকতুল্ল্যাহ্, শফিক হাসান, গোলাম শফিক, আরিফ আহামেদ, ফাহিম সাইফ বিন আইয়ুব, আইভি চট্টোপাধ্যায় আমির, খসরু সেলিম, হাসান শাহরিয়ার নুরুজ্জামান মুসাফির, মহিউদ্দিন আকবর, শরীফ উদ্দিন সবুজ, গোলাম নবী পান্না, জাহাঙ্গীর ডালিম, মোহাম্মদ আব্দুল মান্নান, নাজিম উদ্দিন নাজিম, ইমতিয়াজ আহম্মেদ, একেএম শফিউদ্দিন আলম, মোঃ দেলোয়ার হোসেন, আবুল খায়ের সিহাব, মির্জা আইরিন, মাহবুবুল আলম সেলিম, রিমন, কাজী নাফেউর রহমান লিপু, নাছিম আনোয়ার, সুলতানা রেজিয়া প্রমুখ।
 
চলতি সংখ্যায় ৩২টি লেখা স্থান পায়। সাহিত্য পত্রিকাটি মোহাম্মদপুর ঢাকা থেকে প্রকাশ হচ্ছে। প্রচ্ছদ চার রঙের ম্যাগাজিন সাইজ বত্রিশ পৃষ্ঠায় সমৃদ্ধ হয়েছে। 

প্রবন্ধ, গল্প ছড়া কবিতা, ভ্রমণ, মুক্তমত, ইতিহাস, ঐতিহ্য সাক্ষাৎকার, রম্যরচনা, পর্যালোচনা বিষয়বস্তু স্থান পায়। ১৯৯৮ সনে ধ্রুব সাহিত্যপত্র প্রথম প্রকাশিত হয়। ধ্রুব ২২ বছরে পদার্পন উপলক্ষ্যে সম্পাদক আবু রায়হান সাহিত্য প্রেমী, কবি, লেখক, পাঠকদের শুভেচ্ছা জানিয়েছেন।