শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ধামগড়ে ৫শতাধিক পরিবার পানির নিচে

প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৯  

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত এলাকায় কৃত্রিম বন্যা দেখা দিয়েছে। পানি নিষ্কাাশন ব্যবস্থা না থাকায় বর্তমানে সামান্য বৃষ্টি এলেই হাঁটু পানিতে তলিয়ে যায় গোটা গ্রাম। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করেও কোন প্রতিকার পাচ্ছেনা ভুক্তভোগীরা। 

 

নাম প্রকাশ না করার শর্তেমালামত এলাকার জনৈক বাসিন্দা জানান, পানি বন্দী থাকার মতো ভোগান্তি মালামতবাসীর জন্য নতুন কিছুু নয়। শীত মওসুুমটি কোনক্রমে কাটে ঠিকই বর্ষাকাল এলেই শুরু হয় দুর্ভোগ আর দুর্দশাগ্রস্থ মানুষের আর্তনাদ। সামান্য বৃৃষ্টি হলেই রাস্তায় জমে হাঁটু পানি। আর ঘর-বাড়ি তলিয়ে যায় কোমড় পানিতে। এ কারণে বসবাসের অযোগ্য হয়ে প্রায় ৫০০ পরিবার মানবেতর জীবন যাপন করছে।

 

ভুক্তভোগী ওই ব্যাক্তিটি আরও জানান, ধামগড় ইউনিয়নের অধিকাংশ সড়ক ও অঞ্চলগুলো মোটামুটি উচু কিংবা কিছুটা উন্নত হলেও মালামত এলাকাটি অবহেলিত আর নিন্মাঞ্চল হওয়ায় মানুুষের কষ্টের সীমা নেই। 

 

বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান তথা নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্যের আশু পদক্ষেপ নেয়া উচিত বলে ভুক্তভোগীদের জোরালো দাবি।

এই বিভাগের আরো খবর