শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ধানের নায্যমূল্য নিশ্চিতের দাবিতে জেলা বিএনপির স্মারকলিপি

প্রকাশিত: ২১ মে ২০১৯  

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : মধ্যস্থতাকারী সুবিধাভোগীদের কাছে থেকে নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনে ন্যায্যমূল্যে নিশ্চিত করা, মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ করা এবং পাটকল শ্রমিকদের দাবিগুলো মেনে নেওয়ার দাবিতে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি।


মঙ্গলবার (২১ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দরা এ স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক রাব্বী মিয়ার অনুপস্থিতিতে তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুম বিল্লাহ।

 
জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, খন্দকার আবু জাফর, মনিরুল ইসলাম রবি, মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না, মাশুকুল ইসলাম রাজিব, আইন বিষয়ক সম্পাদক এড.খোরশেদ আলম মোল্লা, যুব বিষয়ক সম্পাদক আশরাফুল আলম রিপন, সহ যুব বিষয়ক সম্পাদক মো.জুয়েলে আহমেদ, কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, মহানগর বিএনপির সহসভাপতি এড.সরকার হুমায়ূন কবির, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক এড. আনোয়ার প্রধান, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বিভাগের আরো খবর