বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২০ মে ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সম্প্রতি নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ধর্ষণ, গণধর্ষণ, পরকিয়া ও যৌতুকসহ বিভিন্ন কারণে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে সামাজিকভাবে ব্যাহত হচ্ছে শান্তি শৃংখলা, বাড়ছে অপরাধ, ধ্বংসের মুখে পতিত হচ্ছে। 

এসব অপরাধ কর্মকান্ড প্রতিরোধ, ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের  দৃষ্টান্তমূলক  শাস্তির দাবি ও নাগরিকদের সচেতন করার লক্ষ্যে  রূপগঞ্জে শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানব বন্ধন ও শোভা যাত্রায়  রূপগঞ্জের কয়েকটি স্কুলের সহ¯্রাধিক শিক্ষার্থীসহ শিক্ষকরা অংশ নেয়। 

সোমবার দুপুরে উপজেলা ছাত্রলীগ ঢাকা-সিলেট মহাসকের ভুলতা এলাকায় এ কর্মসূচির আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন ছাত্রলীগ উপজেলার সভাপতি ফয়সাল আলম সিকদার। 

বক্তারা ফেনির নুসরাত হত্যাসহ দেশের সকল নারী, শিশু নির্যাত, হত্যা ও ধর্ষণের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন। ধর্ষণকারীর বিরুদ্ধে মৃত্যুদন্ড  আইন করারও দাবি জানান তারা।   
 

এই বিভাগের আরো খবর