মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১

দোকানের আশেপাশে সিসি ক্যামারা বসানোর চেষ্টা করবেন : খোরশেদ আলম

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

বন্দর (যুগের চিন্তা ২৪) : মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (এম,এফ,এম) লেনদেন বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা ও এজেন্টদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী) বিকেল ৩টায় বন্দর থানা কমপাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়। 

 

বন্দর থানা অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল মোঃ খোরশেদ আলম বিভিন্ন এজেন্টদের উদ্দেশ্যে বলেন, অনেক কষ্ট করে আপনারা ব্যবসা করেন। লেনদেনের ক্ষেত্রে সর্তক থাকবেন। ৫ হাজার টাকার উপরে লেনদেন করলে অব্যশই জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন। এবং দোকানের আশেপাশে সিসি ক্যামারা বসানোর চেষ্টা করবেন।

 

সভাপতির বক্তব্যে বন্দর ওসি রফিকুল ইসলাম বলেন, বন্দর পুলিশ অপনাদের সেবা দিতে অনড়। বন্দরের সর্বস্তরের জনগন শতভাগ পুলিশের সেবা পাবে। বন্দরে জিডি, অভিযোগ কিংবা মামলা করতে ১ টাকা খরচ হয়না।

 

আপনারা কাংখিত সেবা না পেলে আমাকে জানাবেন। জনগনের টেক্সে আমাদের বেতন হয়। জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যারের র্নিদেশ ক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল স্যারের তত্ববধানে বন্দর থানা পুলিশ আপনাদের সেবা প্রদানের জন্য কাজ করছি।

 

বন্দর থানা তদন্ত অফিসার মোঃ আজহারুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বন্দর থানা অপারেশন ইনর্চাজ মোঃ শওকত, বন্দর ফাঁড়ী ইনর্চাজ ইন্সপেক্টর মোস্তাফিজ, ধামগড় ফাঁড়ী ইনর্চাজ ইন্সপেক্টর ইশতিয়াক আশফাক রাসেল, সাবদী বাজার এলাকার বিকাশ এজেন্ট রাজা মিয়া, রকিবুল ইসলাম, মদনপুর এলাকার আবুল হাসান, ইয়াছিন, নাছির, বন্দর বাজার এলাকার শাহজালাল মোল্লা, বন্দর রাজবাড়ী এলাকার আমির হোসেনসহ বন্দরে বিভিন্ন এলাকার প্রায় দেড় শতাধিক বিকাশ এজেন্ট  ব্যবসায়ীবৃন্দ। 
 

এই বিভাগের আরো খবর