শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

দেড় শতাধিক শিক্ষার্থী নিয়ে না.গঞ্জে হবে বিতর্ক কর্মশালা

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০  

যুগের চিন্তা রিপোর্ট : ১২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জে হবে বিতর্ক কর্মশালা। আগামী ২৭ জানুয়ারি জেলা সরকারি গণগ্রন্থাগার, নারায়ণগঞ্জ-এ দিনব্যাপি কর্মশালাটি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জ কলেজে আয়োজক কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


দিনব্যাপি কর্মশালাটির আয়োজক ডিবেট ফর হিউম্যানেটি। পৃষ্টপোষকতায় থাকছেন নারায়ণগঞ্জ চেম্বার এন্ড কমার্স ও মিডিয়া পার্টনার অনলাইন নিউজ পোর্টাল লাইভ নারায়ণগঞ্জ।


বিকেএমই এর সিনিয়র সহ-সভাপতি ও ফিলোসফিয়া স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন, নারায়ণগঞ্জ কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ফারুক বিন ইউসুফ পাপ্পু, নারায়ণগঞ্জ হাই স্কুলের সাবেক শিক্ষক মুজিবল হক কবীর, লাইভ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী মোহাম্মদ কামাল হোসেন, ডিবেট ফর হিউম্যানেটির
সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জুনাইদ, রনদা প্রসাদ শাহা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী- বিতর্ক কর্মশালার ব্যবস্থাপক অহমি তুজ জোহরা, রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় এর ছাত্র  সায়েম সিরাজ, মো. রাসেল, মো.মেহরাজ ইসলাম, তাবাসসুম আনিকা এবং নারায়ণগঞ্জ কলেজের শিক্ষকবৃন্দ।


অংশগ্রহণ করছে যে ১২ প্রতিষ্ঠান :

নারায়ণগঞ্জ কলেজ, বি.এম. ইউনিয়ন স্কুল এন্ড কলেজ, মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়, রামপাল মহাবিদ্যালয়, বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়, শাহীন ক্যাডেট স্কুল এন্ড কলেজ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়, ফিলোসোফিয়া স্কুল, নারায়ণগঞ্জ হাই স্কুল এবং এ্যারিবস ইন্টারন্যাশনাল স্কুল। এছাড়াও প্রতিটি স্কুল এবং কলেজ থেকে উপস্থিত থাকবেন প্রতিনিধি শিক্ষক।
 

এই বিভাগের আরো খবর