শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

দেশের কৃষককে বাঁচাতে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে

প্রকাশিত: ১৯ মে ২০১৯  

সংবাদ বিজ্ঞপ্তি (যুগের চিন্তা ২৪) : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এবং সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ এক যৌথ বিবৃতিতে বলেন, চালের দাম না বাড়িয়ে অধিক হারে ভর্তুকি দিয়ে কৃষকদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কৃষিপ্রধান বাংলাদেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে,তাই কৃষি খাতে ভর্তুকি বাড়িয়ে দিতে হবে। যাতে করে প্রকৃত কৃষকরা সেই বরাদ্দ থেকে লাভবান হয় সেই ব্যবস্থা করতে হবে।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে কৃষক ধান ক্ষেতে আগুন দেয়, এটা আমাদের জন্য দুঃখজনক। যেখানে চালের কেজি ৪০-৭০ টাকা সেখানে ধানের কেজি কেন ১২ টাকা! এটা আমাদের কৃষি খাতকে ধ্বংস করার একটি ষড়যন্ত্র, এর মাধ্যমে কোন কুচক্রীমহল আমাদেরকে পরনির্ভরশীল করতে চায়। তাই সব সাধকের বড় সাধক আমার দেশের চাষাকে বাঁচাতে আজ ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। রোববার (১৯ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা এ সব কথা বলেন।

এই বিভাগের আরো খবর