শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

দুই মায়ের এক সন্তান !

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : বিশ্বে এই প্রথম দুই মায়ের গর্ভে এক সন্তান জন্মের ঘটনা ঘটল। অর্থাৎ দুই মায়ের ডিম্বাণুর সঙ্গে এক পুরুষের শুক্রাণুর মিলন ঘটিয়ে এ সফলতা পেয়েছে গ্রিস ও স্পেনের চিকিৎসকদের একটি দল।


বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল ৯ এপ্রিল ওই শিশুর জন্ম হয়েছে। জন্মের সময় শিশুটির ওজন হয় ২.৯ কেজি। শিশু ও তার দুই জন্মদাত্রী সুস্থ্য রয়েছেন।

যে পদ্ধতি অবলম্বন করে এই সন্তান জন্ম দেয়া হয়েছে তাকে বলা হয় ‘আইভিএফ’।এ পদ্ধতি অবলম্বনে দুই নারীর এক সন্তান জন্মদান চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা ঘটিয়েছে।


গ্রিসে যে নারীর ওপর আইভিএফ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তার বয়স ৩২ বছর। তিনি আইভিএফ-এর চারটি ব্যর্থ প্রক্রিয়া সহ্য করার পর পঞ্চমবার গর্ভধারণে সক্ষম হয়েছেন।

এই বিভাগের আরো খবর