মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০

দিপুর নেতৃত্বে আওয়ামীপন্থী আইনজীবীদের পাল্টা বিক্ষোভ মিছিল(ভিডিও)

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

যুগের চিন্তা রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আদালতপাড়ায় বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করলে জেলা আইনজীবীর সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড.আনিসুর রহমান দিপুর নেতৃত্বে পাল্টা বিক্ষোভ মিছিল বের করে  আওয়ামীপন্থী আইনজীবীরা। 

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে আদালতপাড়ায় আওয়ামী লীগপন্থী আইনজীবীরা যে কোনো ধরনের নাশকতা ও জ্বালাও পোড়াওয়ের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিলের পর বক্তব্যে জেলা আইনজীবীর সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের অন্যতম সদস্য এড.আনিসুর রহমান দিপু বলেন, আমরা বিচারপ্রার্থী মানুষকে সেবা করতে গিয়ে দেখি কিছু সংখ্যক আইনজীবী দুর্নীতিবাজ তারেক জিয়াএতিমের টাকা আত্মসাতকারী  খালেদা জিয়ার পক্ষে ঢাকায় আইনঅঙ্গনে যে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুপ্রীম কোর্ট বাংলাদেশের মানুষের আইনের শেষ আশ্রয়স্থল। সেখানে তারা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি যারা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে তাদের প্রতি চূড়ান্ত সতর্কবার্তা থাকলো। আগামীদিনে নারায়ণগঞ্জেও যদি আইনঅঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করেন তাহলে আমরাও প্রতিরোধ গড়ে তুলবো। কোন চোরের পক্ষে, কোন দুর্নীতিবাজের পক্ষে নারায়ণগঞ্জের আইনজীবীরা নাই এটি আগেও প্রমাণিত হয়েছে আগামীতেও প্রমাণ হবে।          

জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, নারায়ণগঞ্জে যারা নাশকতা ও জ্বালাও পোড়াও করতে চায় তাদের প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত আছি। যে যেই দলের যেই মাপের নেতাই হোক আমরা নারায়ণগঞ্জে তাদের প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করবো।  

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপুর সভাপতিত্বে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ সম্মিলিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব এড. মাসুদ উর রউফ, বীর মুক্তিযোদ্ধা এড. তারাইজ উদ্দিন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এড. মাহমুদা মালা, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. হাবীব আল মোজাহিদ পলু, সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এড.আলী আহম্মদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ এড.আব্দুর রউফ মোল্লা। এছাড়া আরও উপস্থিত ছিলেন এড.জালাল উদ্দিন, এড.কে.এম.ফজলুল রহমান, এড.ওমর ফারুক, এড.আল মামুন ভূঁইয়া, এড.আলী আকবর, এড.মনির উদ্দিন মোল্লা, এড.রিয়াজুল ইসলাম, এড.রোমেল মোল্লা, এড.এমদাদ সোহেল, এড.সাখাওয়াত হোসেন, এড.ইফতেখার হাবিব, এড.শামীম হাসান, এড.রঞ্জিত, এড.মিজানুর রহমান, এড.শাহনাজ শম্পা, এড.ইসমাইল ভূঁইয়া, এড.মাসুম ভূঁইয়া, এড.হুমায়ূন কবির, এড.কানিজ ফাতেমা, এড.রাসেল মিয়া প্রমুখ। 

আওয়ামী পন্থী আইনজীবীদের সিনিয়র নেতারা বিক্ষোভ মিছিলে থাকলেও আইনজীবী সমিতির বর্তমান পর্ষদে আওয়ামীপন্থী ১৬ জন নেতা থাকলেও বিক্ষোভ মিছিলে মাত্র দুইজন উপস্থিত ছিলেন।   
 

এই বিভাগের আরো খবর