বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

দিনলিপি

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯  

জীবনের সব পথ
হয় নাকো মসৃণ
থেকে যায় এর মাঝে
আবেগের শত ঋণ

 

যেই ঋণ শোধ হয়
সেই ঋণে তুমি নাই
দিন শেষে ডায়রিতে
রাতগুলো নেয় ঠাঁই

 

ভালোবেসে তাহাকে
আবেগের নদী হয়ে!
থেকে গেল সে পথিক
বিস্ময় যদি হয়ে!

 

আবেগের খামে ঢুকে
জমে থাকে শত নীল
জীবনের মারপ্যাঁচে
হয় নাকো সেই মিল

 

যেই মিল দিল খুঁজে
মিলনের গান গায়
সেই মিল অধরায়
তাকে কে খুঁজে পায়

 

যে বাঁশিতে বাজেনি
জীবনের মিল সুর
সে বাঁশি রেখে দাও
দূর থেকে বহুদূর

 

দূর থেকে ডাক দেয়
কে যে কোন ইশারায়
কোন তরী কোন দিকে
জীবনের দিশা পায়!

 

এইভাবে দিন যায়
রাত কেটে আসে ভোর
ভোরগুলো দোর খুলে
নতুনের বাজে সুর!

 

জয়নুল শামীম 

প্রিয় হুমায়ূন আহমেদ-এর জন্মদিনের কড়চা

১৩ নভেম্বর, ২০১৯।মিরপুর, বাহুবল, হবিগঞ্জ।