শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

দাপ্তরিক কাজ সম্পাদনে আইডি কার্ড খুবই জরুরি : অসিত বরণ

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নরায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেছেন, নাগরিক জীবনে দাপ্তরিক কাজ সম্পাদনে আইডি কার্ড খুবই জরুরি। আজকে যারা আইডি কার্ড পেয়েছ এর মধ্যে বয়সে অধিকাংশই তরুণ। আজকে কার্ড পাওয়ার মধ্য দিয়ে একজন নাগরিক হিসাবে সামাজিক ও দাপ্তরিক কাজ পরিচালনা করা সহজতর হবে। পরবর্তীতে আপনারাস্মার্ট কার্ড পাবে।

 

মঙ্গলবার ১৬ (এপ্রিল) সকাল ১০টায় ১৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে জাতীয় পচিয়পত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

 

অসিত বরণ আরও জানান, আগামী ২২ এপ্রিল থেকে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্যসংগ্রকারীগণ ভোটার আবেদন ফরম পূরণ করবেন এবং পরে নির্দিষ্ট তারিখে ও সময়ে ছবি তুলবেন।

 

যাদের জন্ম তারিখ ১ জানুয়ারির পরে এবং যারা ২০১৭ সালে ভোটার নিবন্ধন হয়েছেন তাদের মাঝে লেমিনেটেড আইডি কার্ড বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর