বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

দশ দিনে কেজি প্রতি চালের দাম বেড়েছে ৩ থেকে ৫ টাকা

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ইংরেজী নতুন বছরের প্রথম দিন থেকেই চালের দাম বৃদ্ধি শুরু হয়েছে। গত দশ দিনে নারায়ণগঞ্জের পাইকারী বাজারে ৫০ কেজি চালের বস্তা প্রতি দাম বেড়েছে দেড়শ’ থেকে দুশ’ টাকা। নির্বাচনের পর পর চালের দামের এ বৃদ্ধি মানুষ বাঁকা চোখে দেখছে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারী) নারায়ণগঞ্জের চালের বাজার ঘুরে জানা গেছে, ৫০ কেজির প্রতি বস্তা লতা চালের দাম এখন আঠারশ’ ৫০ টাকা। দশ দিন আগে এ চালের দাম ছিল, ষোলশ’ ৮০ টাকা। 

মিনিকেট প্রতিবস্তার বর্তমান দাম ২৫শ’ টাকা। দশ দিন আগের দাম, ২২শ’ ৫০ টাকা। স্বর্না চালের প্রতিবস্তার গতকালের দাম, ১৬শ’ ৫০ টাকা। 

এ চালের দশ দিন আগের দাম, ১৪শ’ ৮০ টাকা। নাজির শাইল প্রতিবস্তার বর্তমান দাম, ২৪শ’ ৫০ টাকা। দশ দিন আগের দাম, ২৩শ’ টাকা। 

খুচরা বাজারে গতকাল সব ধরণের চাল দশ দিন আগের চেয়ে তিন থেকে পাঁচ টাকা বেশী মূল্যে বিক্রি হয়েছে।

এ ব্যাপারে কয়েক জন পাইকারী চাল ব্যবসায়ীর সঙ্গে আলাপকালে একজন বলেন, শুধু চাল দেখছেন কেন, ডাল তেল এসবেরও দাম বেড়েছে। তিনি এ দাম বৃদ্ধির জন্য শৈত্য প্রবাহকে দায়ী করে বলেন, উত্তরবঙ্গে সূর্য্য দেখা যাচ্ছে না। এ কারণে ধান শুকানো সম্ভব হচ্ছে না। চাতালগুলো ফাঁকা পড়ে আছে। 

এ সময় আরেক ব্যবসায়ী জানান, শেরপুর থেকে আসা ড্রাইয়ারের (যে মেশিনে ধান শুকানোর প্রয়োজন হয় না, সরাসরি চাল বেড়িয়ে আসে) চালের দামও তো বেড়েছে। এ দেশে দাম বাড়তে কোন কারণের দরকার হয় না। 

অপর ব্যবসায়ী বলেন, নির্বাচনের আগে হয়তো মিলারদের উপর সরকারের চাপ ছিল। সে কারণে মিলাররা তখন দাম বাড়াতে পারেনি। নির্বাচন শেষ হতেই তাই দাম বাড়ছে।
 

এই বিভাগের আরো খবর