বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

দনিয়া কলেজের শিক্ষার্থীদের সাথে ডেমরা ট্রাফিক জোনের মতবিনিময়

প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : সড়ক দুর্ঘটনা রোধকল্পে দনিয়া বিশ্ববিদ্যলয় কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে ডেমরা ট্রাফিক জোন। বুধবার (২৮ আগস্ট) সকালে কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 


এ সময়ে ট্রাফিক আইন বিষয়ে বিষদ আলোচনা করেন ডেমরা ট্রাফিক জোনের টিআই বিপ্লব ভৌমিক। তিনি শিক্ষার্থীদের অতি সতর্কতার সাথে পথ চলার পরামর্শ প্রদান করে বলেন, সড়ক দুর্ঘটনা রোধকল্পে সকলকে সচেতন হতে হবে। আমরা চাইনা আর অনাকাঙ্খিত দুর্ঘটনা। সর্বদা সচেতন হয়ে পথ চললে অবশ্যই সড়ক দুর্ঘটনা ক্রমান্বয়ে কমে আসবে। 


তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখবে। জীবনকে সুন্দরভাবে গড়তে হলে নিজের মধ্যে শৃঙ্খলাবোধকে জাগ্রত করতে হবে। 


শিক্ষার্থীরা বলেন, জনগনকে সচেতন করে তুলতে পারলে অবশ্যই সড়কে দুর্ঘটনা কমে আসবে। এ ধরনের প্রোগ্রাম বেশি বেশি প্রয়োজনবোধ করছি। পাশাপাশি চালকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে তুলতে হবে। সর্বোপরি দুর্ঘটনা এড়াতে চলার পথে সকলের সচেতনতা আবশ্যক বলে আমরা মনে করছি। 


এ সময় উপস্থিত ছিলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সায়রা বেগম, উপাধ্যক্ষ মো. একরামুল হক, সহকারী অধ্যাপক তানজিলা রাহাত, প্রভাষক আরিফ হোসেন ভূইয়া, মিজানুর রহমান ভূঁইয়া ও নিরাপদ সড়ক চাই এর কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামাল হোসেন খাঁন প্রমুখ। 

এই বিভাগের আরো খবর