শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

তোমার ইশতেহারে আমার নাম

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯  

জানালার ফ্রেমম ভেঙে ঢুকে গেছে
নিয়ন আলো,
বাদামের খোসায় টুপটুপ জমে উঠেছে আড্ডা
তর্কবিতর্কের ডাকবাক্স ভরে যাচ্ছে শীতকালীন
শুভেচ্ছায় আর নোনতা বিনিময়ে।

 

সুবর্ণ দিনের হাঁক ডাকে অজ্ঞাত ফেরীওয়ালা
কয়েকটি মিথ্যে আশ্বাস লাল জনপদে ক্যাসেট
প্লেয়ারে বার বার শুরু হয়ে শেষ হয়,
কিম্বা ব্রেকিং নিউজ হয়ে থাকে!

 

আমার হাতের গোলাপটিও চিহ্নিত হয় এই দুঃসময়ে...
থরথর করে কাঁপে,
তোমাকে খুঁজে নিতে চায় নিজস্ব প্রস্তাবের ঢংয়ে।

 

যদি তুমি উন্মুক্ত করো-
বিষমাখা তীরের খোলস,
যদি তুমি নির্বাচিত করো-
ভালোবাসার মোড়ক উন্মোচন,

আমি জুড়ে দিবো তাতে আমার স্লোগান
তোমার ইশতেহারে লেখা থাকুক আমার
বিশ্বস্ত নাম!

 


তোমার ইশতেহারে লেখা থাকুক আমার মুক্তিযুদ্ধের
গান!

 

মিলন মাহমুদ