শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

তুমি হাসলে, সূর্যটা কেমন মন খারাপ করে নিভে যায়

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৯  

কত স্বাভাবিকতার মধ্যেই না তুমি বেঁচে আছো! 
তোমার আঙুলে
                 তেল, নুন আর হলুদের গন্ধ
অথচ তোমার খোঁপাটা খুলে দিলে 
              লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিত 
                                মনুর পুত্রগণ

 

কেউ জানেনা, আমি জানি
সাধারণের মাঝে থেকেও কত অসাধারণ তুমি
নগণ্য কবি, সে কথা বিশেষণে
কতটা আর বোঝাতে পারি, বলো?
আথচ বোধের বাইরেও রয়ে যায় কত অনির্বচনীয় বচন!

 

আমাদের দ্রুত পঁচনশীল জীবনে
ফরমালিনযুক্ত রাস্তায় দৌড়ের উপর দাঁড়িয়ে
                  অনুভবের হাতে হাত রেখে
                  কেউ যা দেখেনি, আমি দেখেছি
তুমি হাসলে, সূর্যটা কেমন মন খারাপ করে নিভে যায়


রাকিবুল রকি