বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

তারেক রহমানের বিরুদ্ধে মামলা : নিন্দা ও প্রত্যাহারের দাবি শিপলু’র

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯  

সংবাদ বিজ্ঞপ্তি (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদ, নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মহানগর যুবদল’র আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ শরীফুল ইসলাম শিপলু।  সোমবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। 


বিবৃতিতে তিনি উল্লেখ করেন, স্ট্যান্ডবাজি করতেই আওয়ামীলীগের অখ্যাত এক নেতা এই মিথ্যা মামলা দায়ের করেছেন। আমি অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তারেক রহমান তার বক্তৃতায় বিভিন্ন পত্রপত্রিকা ও জার্নালের রেফারেন্স তুলে ধরেন।বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেছিলেন। সেই সব বক্তৃতায় অত্যন্ত প্রাসঙ্গিক।
বিগত বিভিন্ন সময়ে তিনি এমন ঐতিহাসিক বহু বক্তৃতা বিদেশের গণমাধ্যমের সামনে তুলে ধরেন। তার দীর্ঘ বক্তব্যের কতিপয় শব্দ নিয়ে তার বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ন হয়ে মামলা দায়ের করে জাতীয়তাবী চেতনাকে অবদমিত করতে চায়।

দুঃশাসনের বিরুদ্ধে তারেক রহমান সব সময় সোচ্চার এবং প্রত্যক্ষ প্রতিরোধের অদম্য সাহসী  সৈনিক। 

তিনি সরকারের সব ধরনের নিষ্ঠুর অত্যাচার মোকাবেলা করে কঠিন পথ অতিক্রমের মধ্য দিয়ে গণমানুষের ন্যায় সংগত আন্দোলনকে চূড়ান্ত বিজয়ে রূপ দিতে দৃঢ় প্রতিজ্ঞ। 

বর্তমান সরকার ক্ষমতা কুক্ষিগত রাখতে মরিয়া হয়ে উঠেছে। তাই বিএনপির চেয়ারপার্সণ ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে। 

এখন তারা বাংলাদেশের আগামীর রাস্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্র তারেক রহমানের ক্ষতি করতে পারবে না। 

দেশের মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে সকল ষড়যন্ত্র বানচাল করে দেশের মানুষকে স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। 
 

এই বিভাগের আরো খবর