বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

তবুও

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯  

তবুও তোমাকে দেখি
আর খবরের অন্তরালে খুঁজে ফিরি খবর,

চিত্রশালার প্রদর্শনীর ফ্রেম ঝুলে পড়ে লতার প্যাঁচে, তাতে আঁকিবুঁকি থাকে না বুঝে ওঠা 
একটা এবস্ট্রাক্ট মুখ...

 

আমি তারপরেও গবেষণায় নামি
ভাষার প্রতিপক্ষ দিয়ে প্রতিপক্ষ সাজাই।

 

আমার চোখ আটকে যায় সংশপ্তক যুদ্ধ
ঈর্ষা আর কামের জালে

তোমার নাভি থেকে ধেয়ে আসা তীব্র স্রোতে
প্রেমিকের বাঁধ নড়ে যাওয়ার উপক্রম হয় তখন।

 

আমার কেবল সকালের হলুদ কুসুমের কথা
বিস্মৃত হয়, পাতার শিরা মনে হয় ভাসিয়ে নিয়ে 
যায় জল সমুদ্র ঘেরা সাবানের ফেনায় !

 

 তোমার ফর্সা আঙুল!

এবং তার ডগা হতে বিচ্ছুরিত তাপ
পুড়িয়ে ফেলে বারান্দায় শুকাতে দেয়া ধবধবে
পাঞ্জাবী সমগ্র।

 

আমি সব রকম সংকেত টপকে ফেলি !

শুধু পিছনে ফেলে আসি সংসার রাজনীতি
ইশকুলের শেষ পাঠ, আবেগ তাড়িত মধ্যাহ্ন
বিরতির প্রথম চুম্বন।

 

আমি গলতে থাকি সবার অলক্ষ্যে
লাল নীল আইসক্রিমের মতন,

এমন ভাবে গলে যাওয়ার পর
কেউ কেউ ভাগ বসাতে আমাকে হিম 
ঘরে পাঠিয়ে দেয়।

 

মিলন মাহমুদ