বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

তথ্য-প্রযুক্তিসম্পন্ন বিশেষ ব্যাট ব্যবহার করছেন ওয়ার্নার !

প্রকাশিত: ১০ জুন ২০১৯  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : তথ্য-প্রযুক্তিসম্পন্ন বিশেষ ব্যাট ব্যবহার করছেন ডেভিড ওয়ার্নার। খবরে এমনটাই জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার। তাদের খবর, বেঙ্গালুরুভিত্তিক ‘স্মার্ট ক্রিকেট’ নামের একটি তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে ‘ব্যাট সেন্স’ নামের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন ওয়ার্নার। 

 

টাইমস অব ইন্ডিয়ার খবরে আরও বলা হয়েছে, এই প্রযুক্তিতে বিশেষ একটি চিপ লাগানো হয় তাঁর ব্যাটের হাতলে। এই চিপ ব্যাটিংয়ের সময় ওয়ার্নারের ব্যাট কত ডিগ্রি কোণে উঠছে, কত জোরে উঠছে, কতটুকু জোরে বলকে আঘাত করছে-এসব তথ্য পাঠাবে নির্ধারিত ক্লাউড স্টোরেজে। 

 

এই প্রযুক্তি উদ্ভাবনের সঙ্গে জড়িত আছেন ভারতের সাবেক উইকেটরক্ষক দীপ দাসগুপ্ত। তিনি গণমাধ্যকে জানালেন, আগে কোচরা খালি চোখে দেখে ব্যাটসম্যানের ব্যাকলিফটের কোণ, ব্যাটস্পিড এসব মাপতেন। এই ব্যাট সেন্স এপিলকেশনের মাধ্যমে সঠিক তথ্য পাওয়া যাবে। ফলে কোচদেকে তাঁদের খেলোয়াড়দের দিকনির্দেশ দিতে আরও সাহায্য করবে।

এই বিভাগের আরো খবর