শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

ঢেউ

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২০  

তোমার ভিতর তুমি এখন থাকো না
সলতে মাখা রোদের ভাপে তল্লাটে নুয়ে 
পড়ছে ছায়াবিথী।

 

ঢেউ তুলেছে রক্তক্ষরণ,
তোমার টেবিলে পড়ে রয়েছে সাবানদানী
অথচ তুমি ধুয়ে মুছে ফর্শা করতে চাও রেবেকার
শীতল মুখ, নীরবে খুন হলে দশটি ফাগুন-
জড়িয়ে রাখে ঈষৎ পুরাতনী কাগজের ঘ্রাণ।

 

ঢেউগুলো বেকার হলে,
তুমি আরো নির্লিপ্ত হও, তখন ঝাউ বনের সরল
রেখায় ঠোঁট ওল্টে বসে থাকে দর্শনার্থী,
তুমি আছড়ে পড়লে কিম্বা দোল খেলে
বালির তটে গুঁজে রাখলে ২২৫ নম্বর রুমের চাবি।

 

ঢেউগুলো রিপিট করে,
আসে যায়, আবার নতুন পথ করে-
আর তুমি পড়ে থাকো একান্ত কামরায়।

 

মিলন মাহমুদ