বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ঢামেক করোনা ইউনিটে শয্যা ফাঁকা নেই, ভর্তি স্থগিত

প্রকাশিত: ১৫ মে ২০২০  

যুগের চিন্তা ডেস্ক: করোনা ইউনিটে শয্যা ফাঁকা না থাকায় নতুন রোগি ভর্তি নিচ্ছে না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তাই সাময়িক ভর্তি কার্যক্রম স্থগিত রেখেছে কর্তৃপক্ষ।


গতকাল বৃহস্পতিবার ভর্তি যোগ্য হলেও শয্যা খালি না থাকায় ভর্তি করতে না পেরে রোগিকে বাসায় ফিরিয়ে নিয়ে যান স্বজনরা। 


রাজধানীর হাজারীবাগ থেকে মা সাবিনা বেগমকে (৬০) নিয়ে হাসপাতালে আসেন মিজানুর রহমান। তিনিও মাকে ভর্তি করাতে না পেরে তাকে নিয়ে বাসায় ফেরেন।


মিজানুর রহমান জানান, তিনি তার মাকে নিয়ে মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে যান। কিন্তু সেখানে ভর্তি করাতে পারেননি। সেখানে থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। আল্লাহর নামে মাকে বাসায় নিয়ে যাই। জীবন-মৃত্যু আল্লাহর হাতে; আল্লাহ দেখবেন।


ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক অধ্যাপক ডা. আলাউদ্দিন আল আজাদ বলেন, আগামী শনিবার থেকে হাসপাতাল ভবন ২ এ করোনা রোগী ভর্তির কার্যক্রম শুরু হবে।
 

এই বিভাগের আরো খবর