শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনে ট্রেন-মাইক্রোবাসের সংর্ঘষ

প্রকাশিত: ২১ জুলাই ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): শহরের গলাচিপা এলাকায় ট্রেন-মাইক্রোবাসের ( ঢাকা মেট্রো:চ ৫১-৪০৬৯) সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায়  কোনো হতাহতের ঘটনা ঘটে। রোববার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চাষাঢ়া বালুর মাঠ এলাকাস্থ রেললাইনে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে  সাড়ে ১১ টা দিকে ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসা ট্রেনটি চাষাঢ়া রেলস্টেশন অতিক্রম করে নারায়ণগঞ্জ প্রবেশ করছিলো।

 

এ সময় রেললাইনের ওপর দিয়ে  মাইক্রোবাস (ঢাকা মেট্রো:চ ৫১-৪০৬৯) অতিক্রম করার সময় দুই পাশে যানজট থাকায় গাড়িটি রেললাইনের ওপরে আটকে যায়। তাৎক্ষনাত গ্যাটম্যানের সিগন্যাল দিলে ট্রেনের গতি কমিয়ে মাইক্রোবাস চালককে সরিয়ে নেয়া হয়।ফলে বড় ধরণের ক্ষয়ক্ষতি হাত  থেকে বেঁচে যান চালক ।

 

  ঘটনাস্থলে থাকা গেটম্যান শহিদ (৫০) জানান, রাস্তায় জ্যাম থাকার কারণে  মাইক্রোবাস রেললাইনের ওপরেই আটকে যায়। পরে আমি তাৎক্ষনাত লাল পতাকা দেখালে ট্রেন গতি কমিয়ে দিলে চালককে ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদে আনা হয়। 

এই বিভাগের আরো খবর