শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

ডোবা জমির দখল নিয়ে সিদ্ধিরগঞ্জে সংঘর্ষের আশংকা

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২০  

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে আটি এলাকায় মাছ চাষের ডোবা জমি দখল নিয়ে সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। এনিয়ে কয়েক দিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষ করছেন মামলা অপর পক্ষ করেছে মানববন্ধন।


জানাগেছে,নাসিক ৪নং ওয়ার্ড আটি এলাকার মৃত আশ্ররাফ আলীর ছেলে জালালউদ্দিন গত বছরের ১৮ আগষ্ট ৫ বছরের জন্য ডোবাটি ভাড়া দেয় উত্তর আজিবপুর এলাকার মোফাজ্জল হোসেন এর ছেলে কবির হোসেনের কাছে। ডোবটিতে শেওলা, কচুরি ফেনা ও মাছ চাষ করা পরিবেশ সৃষ্টি করে কবির হোসেন বার্ষিক ৮ হাজার টাকা ভাড়া নেয়।


তবে এর মধ্যে জালাল উদ্দিন মাছ চাষ ডোবাটিতে  বালু ভরাট করছে। এতে কয়েক হাজার হাজার হাজার টাকার মাছ নষ্ট হয়েছে। একাজে বাধা দিলে  জালালউদ্দিন করিব হোসেন গংদের বিরুদ্ধে মামলা করেন। এর প্রতিবাদে মাবনন্ধন করে কবির গং।

এবিষয়ে কবির হোসেন বলেন, ষ্ট্যাম্প করে ডোবা ভাড়া নিয়ে লাখ লাখ টাকার পোনা ও মাছ চাষ করেছি। না বলে বাবুল ভরাট করায় কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে। তার উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এর প্রতিবাদে এলাকবাসী মানববন্ধন করেছে।

 

এই বিভাগের আরো খবর