শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

ডেমরায় সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯  

ডেমরা (যুগের চিন্তা ২৪) : শিক্ষার্থী অভিভাবকসহ সকল শ্রেণি পেশার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে ডেমরায় সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই এর আয়োজনে শনিবার সকালে মাতুয়াইল নিউ টাউন এলাকায় অবস্থিত রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

 

কলেজের অধ্যক্ষ শীতল কুমার সরকারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। 

 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব সৈয়দ এহসান উল হক কামাল, যুগ্ম মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এস.এম আজাদ হোসেন, সম্বয়ক মোঃ কামাল হোসেন। প্রধান অতিথি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, জীবন একটাই, জীবনের আগে জীবিকা নয়। 

 

জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীরাই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। 


তিনি আরো বলেন, সড়ক পথে চলাচলের সময় প্রতিটি মানুষকেই সচেতন হয়ে পথ চলতে হবে। কেননা আমরা কেউই অনাকাঙ্খিত দূর্ঘটনা প্রত্যাশা করিনা। তিনি গাড়ী চালকদের উদ্দেশ্য বলেন, গাড়ী চালনায় অবশ্যই চালকদের দক্ষতা অর্জন করতে হবে এবং বেপরোয়াভাবে গাড়ী চালনা থেকে বিরত থাকতে হবে।

 

সকলের সম্মিলিত প্রচেষ্টায় পারে সড়কে মৃত্যুর মিছিল কমিয়ে আনতে। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শহিদুল্লাহ গাজী, নাজমুল হাসান সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও শত শত শিক্ষার্থীবৃন্দ। 
 

এই বিভাগের আরো খবর