শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ডেমরায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৯  

ডেমরা (যুগের চিন্তা ২৪) : ডেমরায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও সেবামূলক সংগঠন বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটি, আশ্রয় ওয়েরফেয়ার অর্গানাইজেশন, সুলতানা কামাল পাঠাগার, বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটিসহ অন্যান্য ৩০টি সেবামূলক সংগঠনের আয়োজনে শুক্রবার দিনব্যাপী হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 


এ দিনে ৩০ জন বিশেষজ্ঞ ডাক্তারগণের সমন্বয়ে তিন হাজারের অধিক অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ডায়াগনষ্টিক ও প্রয়োজনীয় ঔষধ বিতরন করা হয়েছে। 

 

বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কমিটির প্রধান উপদেষ্টা, সুলতানা কামাল পাঠাগারের উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি, ডেমরা আশ্রয় ওয়েরফেয়ার অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনিরুজ্জামানসহ অন্যান্য ৩০টি সেবামূলক সংগঠনের স্বেচ্ছাসেবীগণ।

 

এদিকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এ ডায়াগনোসিস সহযোগীতায় ছিলেন হলি এইড হসপিটাল লিঃ, আল-নুর ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার, এশিয়া ডায়াগনষ্টিক সেন্টার, মেডি-হেলথ ডায়াগনষ্টিক সেন্টার। আর মেডিসিন সহযোগিতায় ছিলেন গ্যাকো ফার্মাসিউটিক্যাল, অপসোনিন ফার্মা লিঃ, সোমাটেক ফার্মাসিউটিক্যাল লিঃ।

 

সুলতানা কামাল পাঠাগার উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন- এ ধরণের ক্যাম্পেইন আরো বেশী বেশী করা হলে আমাদের দেশের দুঃস্থ, অসহায় মানুষেরা ভীষণভাবে উপকৃত হবেন। 

 

মানব সেবাই পরম ধর্ম। মানুষের সেবা করলে স্বয়ং সৃষ্টিকর্তাও খুশি হন। অসহায় মানুষের মুখে হাঁসি ফুটিয়ে তোলার জন্য সরকারের পাশাপাশি সেবামূলক সংগঠনগুলোকে আরো বেশী ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।
 

এই বিভাগের আরো খবর