বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

ডেমরায় অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

ডেমরা (যুগের চিন্তা ২৪) : প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্কে সরকারি লকডাউন নির্দেশনায় মানুষকে ঘরে রাখতে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও সাবান বিতরণ করা হয়েছে।

 

ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালাহউদ্দিন আহম্মেদ ও স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে শুক্রবার (৩ এপ্রিল) ৩ হাজার অসহায় মানুষের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। 

 

এ সময় উপস্থিত ছিলেন, ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মোল্লা শ্যামল, ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুবুর রহমান হাবু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ ভূঁইয়া, ডেমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আব্দুল আউয়াল, যুবলীগ নেতা আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক আকাশ, কৃষক লীগ নেতা ওবায়দুল হক প্রমুখ।

 

কাউন্সিলর সালাহউদ্দিন আহম্মেদ বলেন, লকডাউন নির্দেশনা সত্বেও কর্মহীন মানুষগুলো রোজগারের আশায় বাইরে বের হওয়া শুরু করছিলেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ অসহায় মানুষদের ঘরে রাখতে গত ৩ দিন ধরে আমরা খাদ্য বিতরণ কর্মসূচী শুরু করেছি যা অব্যাহত থাকবে।  

এই বিভাগের আরো খবর