বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

ডেমরা ট্রাফিক জোনের বৃক্ষরোপন কর্মসূচি পালন

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯  

ডেমরা (যুগের চিন্তা ২৪) : ডেমরা ট্রাফিক জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বিকেলে শনিরআখড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। 


প্রধান অতিথি ছিলেন, ডেমরা ট্রাফিক জোনের অতিরিক্ত উপ-পলিশ কমিশনার মো.সাইদুল ইসলাম পিপিএম। 


এ সময়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন মহাসড়কের পাশে নানা প্রজাতির ৭০টি চারা রোপণ করা হয়।এছাড়াও একই দিনে ট্রাফিক আইন বিষয়ে পথচারী ও গাড়ি চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথসভা করেছে এ জোনের কর্মকর্তারা। 


উপস্থিত ছিলেন, ডেমরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর মাবিয়ান মিয়া, ট্রাফিক ইন্সপেক্টর অমল কান্তি রায়, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সায়রা বেগমসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও ডেমরা ট্রাফিক জোনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 


মো. মাবিয়ান বলেন, বৃক্ষ প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে। বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। তাছাড়াও প্রাকৃতিক দুর্যোগে বৃক্ষ আমাদের বন্ধুর মতো সহায়তা করে। সৃষ্টিকর্তা গাছপালা সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। সুতরাং গাছের প্রতি আমাদের সকলে মমত্ববোধ বাড়াতে হবে। গাছকে আমরা ভালবাসবো, এ দেশকে আমরা ভালবাসবো, বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্যতা রক্ষা করবো।

এই বিভাগের আরো খবর