মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০

ডেঙ্গু জ্বরে আক্রান্ত তোফাজ্জল হোসেন, দেখতে গেলেন মন্ত্রী গাজী

প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ডেঙ্গু জ্বরে আক্রান্ত রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লাকে হাসপাতালে দেখতে গেলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

 

বুধবার (১৪ আগষ্ট) বিকেলে  মধ্যবাড্ডা এলাকার এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লাকে দেখতে যান তিনি। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক তোফাজ্জল হোসেন মোল্লার চিকিৎসার খোঁজ খবর নেন এবং সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন। 

 

এ সময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মোহাম্মদ আনসার আলী, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের  সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক(২) আল আমিন লিটন, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামসহ অনেকে। 

 

প্রসঙ্গত, গত ৯ আগষ্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গুরুত্বর অসুস্থ অবস্থায় রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা রাজধানীর মধ্যবাড্ডা এলাকার এ এম জেড হাসপাতালে ভর্তি হন।

 

 

 


 

এই বিভাগের আরো খবর