শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

ডিজিটাল বার ভবনের দ্বিতীয় তলার ছাদের ঢালাই শুরু, দোয়া

প্রকাশিত: ৮ মার্চ ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্মাণাধীন ডিজিটাল বার ভবনের দ্বিতীয় তলার ছাদের ঢালাই শুরু করা হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল সাতটায় মিলাদ ও দোয়ার মধ্যদিয়ে দ্বিতীয় তলার ছাদের ঢালাইয়ের শুরু করা হয়।

 

নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমানের অর্থায়নে নির্মাণাধীন এ বার ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোহাম্মদ মোহসীন মিয়া সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।


এ সময় ভাষা সৈনিক নাগিনা জোহাসহ প্রয়াত সকল আইনজীবীদের আত্মার মাগফেরাত এবং নারায়ণগঞ্জ- ৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান , নারায়ণগঞ্জ -৪ আসনের সাংসদ শামীম ওসমানসহ ওসমান পরিবারের সকল সদস্য ও সকলের আইনজীবীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম দেলোয়ার হোসেন সরকার।

 

এ সময় উপস্থিত ছিলেন, বিকেএমইএর সহসভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক এহসানুল হক নিপু, জেলা (পিপি) এড. ওয়াজেদ আলী খোকন,  জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান, সিনিয়র সহসভাপতি এড. বিদ্যুৎ কুমার সাহা, সহসভাপতি এড. তাইজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এড. বরুণ চন্দ্র দে,  কোষাধ্যক্ষ এড. মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক এড. আবুল বাসার রুবেল,  লাইব্রেরিয়ান সম্পাদক এড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক এড. মোহাম্মদ রাশেদ ভূঁইয়া, সাহিত্য সম্পাদক এড. ফাহমিদা আক্তার সিমি, সমাজসেবা সম্পাদক এড. হাছিব উল হাছান রনি, আইন ও মানবাধিকার সম্পাদক এড. নুসরাত জাহান তানিয়া। সদস্য এড. মো. আসাদুল্লাহ সাগর, এড. আজিম ভূঁইয়া, এড. দেলোয়ার হোসেন, এড. কামরুল হাসান, এড. কামরুন নেছা সুবর্না প্রমুখ।

এই বিভাগের আরো খবর