মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১

ডিআইটি মসজিদে কোরআন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : প্রতি বছরের ন্যায় এ বছরও হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ২৪তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বাদ মাগরিব ঐতিহাসিক ডি. আই. টি মসজিদে এই মহতি অনুষ্ঠানে দেশবরেণ্য উলামা মাশায়েখ হুফফাজে কিরাম তাশরীফ আনেন। হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফেজ মাওলানা মুহিউদ্দিন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্সেস এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি আলহাজ্ব লোকমান আহম্মেদ।

৩০ পাড়া কোরআন মুখস্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সিদ্ধিরগঞ্জ থানা মাদানী নগর এলাকার হাফেজ আশরাফুল ইসলাম। একই ভাবে ১০ পাড়া ২০ পাড়া মুখস্ত প্রতিযোগিতাদের পুরস্কার ও ক্রেস্ট দেওয়া হয়। এই প্রতিযোগিতা অনুষ্ঠানে মোট ৫৩ জনকে পুরস্কার ও ক্রেস্ট দেওয়া হয়। 


এ অনুষ্ঠনে প্রধান মেহমান ছিলেন পীরে কামেল মাওলানা আব্দুল আউয়াল দা.বা। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান বিচারক বাংলাদেশ হুফফাজুল কোরআন ফাউন্ডেশন এর চেয়ারম্যান উস্তাজুল হুফফাজ শায়েখ আব্দুল হক দা. বা.। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হুফফাজুল কোরআন ফাউন্ডেশন এর সিনিয়র সহ-সভাপতি হাফেজ বজলুল হক দা. বা.।

 

বাংলাদেশ হুফফাজুল কোরআন ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক হাফেজ নাসির উদ্দি দা. বা., বাংলাদেশ হুফফাজুল কোরআন ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক হাফেজ আজম খাঁন দা. বা. সহ নারায়ণগঞ্জ ডি. আই. টি মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ।

 

শুভেচ্ছান্তে ছিলেন, বাংলাদেশ হুফফাজুল কোরআন ফাউন্ডেশন এর নারায়ণগঞ্জ জেলা নির্বাহী সদস্য হাফেজ ক্বারী মুহসিনুল করীম ফারুকী। অনুষ্ঠান শুরুর আগে কোরআন তেলোয়াত করা হয়। 
 

এই বিভাগের আরো খবর