শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ডাকাতি মামলায় সবুজের ২দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : সোঁনারগা থানার একটি ডাকাতি মামলায় সবুজ(২৮) কে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।


বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সবুজ নোয়াদ্দা মারুয়াদি এলাকার নুর মোহাম্মদের ছেলে ।


রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই জানান, সোনারগাঁও থানার একটি ডাকাতি মামলায় আসামীদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


প্রসঙ্গত, ১৪ জুন রাত ১০ টায় হাজী মোহাম্মদ মঞ্জুর হোসেন পরিবার-বর্গ নিয়ে রাতের খাবার শেষে ঘুমাতে যান। রাত ২ টার সময় ১০-১২ জন মুখোষদারি ডাকাত ছেনদা, চাকু ও অন্যান্য দেশিয় অস্ত্রসহ ঘরে প্রবেশ করে হাত-পা মুখ বেদে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে। সে সময় নগদ ২৬ হাজার টাকা, ২ টি বাটন মোবাইল, ২ টি স্মার্টফোন, ২ টি ল্যাপটপ, ৩০ ভরি স্বর্ণ নেয়।


এছাড়া ও বাদির বড় ভাইয়ের ঘর থেকে ১০ ভরি স্বর্ণ, ২ টি স্মার্টফোন নিয়ে যায় । রিমান্ডপ্রাপ্ত সবুজ এ মামলার আসামি। 
 

এই বিভাগের আরো খবর