বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

ট্যাকসেশন নির্বাচন : না’গঞ্জ এর বিজয়ী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

যুগের চিন্তা রিপোর্ট : বাংলাদেশ সিভিল সার্ভিস ( ট্যাকসেশন ) অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদের ২০২০-২০২১ এর নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কর অঞ্চল নারায়ণগঞ্জ এর কর কমিশনার মো. নাজমুল করিম। ৪৩৩ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন।

 

উপ কর কমিশনার কর অঞ্চল নারায়ণগঞ্জ মো. সাজিদুল ইসলাম সহ-সমাজকল্যাণ সম্পাদক পদে এবং যুগ্ম কর কমিশনার কর অঞ্চল নারায়ণগঞ্জ মো. মিজানুর রহমান নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। 


গত শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংগঠনের বার্ষিক সাধারন সভা শেষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নির্বাচনে নারায়ণগঞ্জের ৩ জন কর্মকর্তা নির্বাচিত হওয়া উপলক্ষে গতকাল দুপুরে সস্তাপুর নারায়ণগঞ্জ কর অঞ্চল অফিস এ নির্বাচিত সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান, কর অঞ্চল-নারায়ণগঞ্জের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগন। 


ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে নারায়ণগঞ্জ কর অঞ্চল এর কর কমিশনার মো. নাজমুল করিম বলেন, এটা নারায়ণগঞ্জের হান্ড্রেড পার্সেন্ট সাফল্য বলতে হবে। রীতিমত  রেকর্ড হয়েছে। এ জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমি সকল ক্যাডারদের সমর্থন পেয়েছি। রেঞ্জ কর্মকর্তাসহ সকলেই আমাকে সহায়তা করেছেন। আমার জন্য পরিশ্রম করেছেন।  আমি কর অঞ্চল নারায়ণগঞ্জের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।  

 

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কর কমিশনার মো. নাজমুল করিম, যুগ্ম কর কমিশনার শাহ মোহাম্মদ ইত্তেদা হাসান, যুগ্ম কর কমিশনার মির্জা মো. মামুন সাদাত, উপ কর কমিশনার (সদর দপ্তর প্র: ) মো. নাজমুল আলম, বাংলাদেশ ট্যাক্সেস এমপ্লয়ীজ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব লোকমান আহমেদ, বাংলাদেশ স্টেনোগ্রাফার ওয়েলফেয়ার সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ট্যাক্সেস স্টেনোটাইপিষ্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ আলম, বাংলাদেশ ট্যাক্সেস ৪র্থ শ্রেনী কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মির্জা নজরুল ইসলাম রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাইদুল ইসলাম। 


উল্লেখ্য, বাংলাদেশ সিভিল সার্ভিস  (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদের ২০২০-২০২১ এর নির্বাচনে কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী সভাপতি ও যুগ্ন কর কমিশনার মোহাম্মদ ফজলে আহাদ কায়ছার মহাসচিব নির্বাচিত হয়েছেন। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংগঠনের বার্ষিক সাধারন সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে গভীর রাতে ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে সংগঠনের ৪৬টি পদের বিপরীতে ২৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বাকি ২৩ পদে ভোটের মাধ্যেমে নির্বাচন হয়। 

এই বিভাগের আরো খবর