শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

ঝুমুর

প্রকাশিত: ১৩ জুন ২০১৯  

এলোমেলো বইগুলো
পরে আছে টেবিলে,
টেবিলের একপাশে অতি বিরলে,
ঝুমুর বসে আছে চেয়ারে।

 

চিন্তার ছড়াছড়ি চারিদিকে,
শত স্বপ্নের জানালা মেলে,
ভাবনারা সব বাঁধন খুলে ,
হবেই সাধন বলে ওঠে।

 

রূপকথার দরজা মেলে,
শত ইচ্ছেরা শূন্যে উড়ে।
এলোমেলো বইগুলো
অজস্র আদরে সাজিয়ে রেখে,
সফল নদীতে স্বপ্ন নৌকা পাল তুলে।

 

হাসনাহেনার গন্ধে
আর ঝুমুর যায় না ছুঁটে,
ঘরের এককোণে,
বই পড়ে জ্ঞানার্জনে।
আজ ব্যস্ত সে 
বিজয়ী হবে বলে।

 


সেই অশান্ত ছুটোছুটি
আজ তার হারিয়ে গেছে।
মায়ের বকুনি আগে কতই না শুনেছে,
আজ তো মায়ের বকা ফুরিয়ে গেছে,
'মা' তো আজ কতই না বলে 
একটু আয় বাইরে ওরে!
মেঘ, বৃষ্টিও আজ তাকে
পারে না মুগ্ধ করতে,
দিঘিভরা জল সেই কবে থেকে তার অপেক্ষাতে।

 

এ মন তো সত্যি পাথর বটে,
অশ্রু কাকে বলে ,
সে তো তার অজানাতে।
প্রকৃত অবনী হতে সংগৃহীত শিক্ষা
যোগ করতে পারে নি
সে আজ ও তার জ্ঞানভাণ্ডারে।

 

কবে যে বের হবে সে
প্রকৃত শিক্ষার সন্ধানে!
শীতের কুয়াশা ও হারিয়েছে
আজ দেখার আশা
সেই অশান্ত মেয়েটাকে।

 

নাহার রহমান নুপুর