শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

জয়নাল হত্যা মামলা, প্রধান আসামী সামেদ আলী কারাগারে

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বক্তাবলীর আকবর নগরে টেঁঁটার আঘাতে প্রায় ১ বছর আগে নিহত হয় মাটি ব্যবসায়ী জয়নাল। এ ঘটনায় জয়নালের স্ত্রী ফতুল্লা মডেল থানায় সামেদ আলী হাজীকে প্রধান করে একটি মামলা দায়ের করেছিলেন। 

সোমবার  ব্যবসায়ী জয়নাল মন্ডল হত্যা মামলার আসামী সামেদ আলীসহ ৪ জনকে জামিন  আবেদন করে। আদালত আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত  বছরের ৯ সেপ্টেম্বর  বক্তাবলীর আকবর নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নির্মমভাবে নিহত হয় ব্যবসায়ী জয়নাল মন্ডল। জয়নাল মন্ডলের স্ত্রী ফাতেমা  বেগম এ ঘটনায় বাদী হয়ে সামেদ আলীকে প্রধান করে ১৪ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। 

এ মামলায় সামেদ আলীর  ছেলে রাজিব,সজিব,হৃদয়,ওসমান গনি,আরিফসহ ৯ জন আগেই জামিনে রয়েছে। সোমবার প্রধান আসামী সামেদ আলী,আসামী  মো. আলমগীর হোসেন,আলী হোসেন ও আবুল হোসেন জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
 

এই বিভাগের আরো খবর