শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

জ্বর ও ডায়রিয়ায় যুবকের মৃত্যু, করোনা আতংকে মদনপুর এলাকাবাসী

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রুবেল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে বন্দর উপজেলার মদনপুর এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


রুবেল সুনামগঞ্জ জেলার দিরাই থানার করিমপুর  ইউনিয়নের শ্রী নারায়ণপুর গ্রামের আবদুল সাদ মিয়ার ছেলে এবং দুই সন্তানের জনক। সে মদনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছোটবাগ এলাকার সফি মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। যুবকের মৃত্যুর সংবাদে গোটা এলাকায় করোনা আতংক দেখা দেয়।


রুবেলের ভাতিজা ছমিরউদ্দিন ও এলাকাবাসী জানান, রুবেল কয়েকদিন ধরে ঠান্ডা জ¦রে ভুগছিলেন। সোমবার হঠাৎ ডায়রিয়া শুরু হয়। তার অবস্থা খারাপ হলে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন করা হয়।  দুপুর একটার দিকে চিকিৎসক তার বাড়িতে আসেন এবং তাকে মৃত  ঘোষণা করেন। 


বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, খবর পেয়ে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার পাঠিয়েছি। ডাক্তার জানিয়েছেন ডায়রিয়াজনিত পানি শূন্যতায় রুবেলের মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরো খবর