শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

জেএসসি ও জেডিসির তৃতীয় দিনে অনুপস্থিত ৩’শ ৬০ জন

প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৮  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : তৃতীয় দিনের  দিনের মত অনুষ্ঠিত হল  জেএসসি  ও  সমমানের (অনিয়মিত) পরীক্ষা।  

৫ নভেম্বর (শনিবার) জেএসসি ও সমমানের (অনিয়মিত) পরীক্ষায় অনুপস্থিতি ছিল  ৩’শ ৬০ জন পরীক্ষার্থী। এর আগে রোববার (৪ নভেম্বর)  জেএসসি ও সমমানের পরীক্ষা অনিবার্যকারণবশত  স্থগিত করা হয়।

পরীক্ষার বিষয়সূচী  তৃতীয়দিনের জেএসসি ও ভোকেশনাল (অনিয়মিত) পরীক্ষার বিষয় ছিলো ইংরেজি ২য় পত্র, জেডিসি পরীক্ষার বিষয় ছিলো আকাইদ ও ফিকহ্।

জেলা শিক্ষা শাখার তথ্য অনুসারে, তৃতীয় দিনের পরীক্ষায় মোট উপস্থিত ছিল ৭ হাজার ৪’শ ৮৮ এবং অনুপস্থিত ছিল ৩শ’ ৬০ জন পরীক্ষার্থী।  

এর মধ্যে জেএসসি (অনিয়মিত) পরীক্ষায় উপস্থিত ছিল ২ হাজার ৬শ’ ৫৯ জন, অনুপস্থিত ছিল ২’শ ১১ জন পরীক্ষার্থী। জেডিসি পরীক্ষায় (অনুপস্থিত) উপস্থিত ছিল ৩ হাজার ২’শ ৯৬ জন এবং অনুপস্থিত ৪৪জন পরীক্ষার্থী এবং  ভোকেশনাল পরীক্ষায় উপস্থিত ছিল ১ হাজার ৫’শ ৩৩ জন এবং  অনুপস্থিত ছিল ১’শ ৫ জন পরীক্ষার্থী ।

এই বিভাগের আরো খবর