বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

জীবনের উৎসবে

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯  

এসো উৎসব করি জীবনের
জীবনকে ভালোবেসে জীবনে জীবন মিলাই।
এতোএতো সবুজ প্রাণের সুর
সে সুরের তানে টানে ভালোবাসি জীবনের গান।

 

এসো, রঙ্গিন রঙ্গিন ভালোবাসা হই
ভালোবাসার ছোঁয়ায় সবুজ হোক এক একটি প্রাণ।

 

এতোএতো ফুল আর পাখি রেখে
ফেলে রেখে এতটা বিস্তৃত নীল আকাশ,
কোন ভয়ে ডুবে রও হতাশার অতল গহ্বরে!
ছিড়ে ফেলে অগণতান্ত্রিক শিকল সকল, এসো
অংশ হও প্রগতি আর মানবিক মিছিলের।

 

পৃথিবীর রুপ আর রং দেখতে দেখতেই
আমরা মিলিত হবো প্রাণ আর প্রকৃতির উৎসবে।

 


প্রত্যেকটি অন্যায়ের টুটি চেপে ধরে
জনতার স্মারক হয়ে এগিয়ে যাবে মানবিক মিছিল।
আমরা স্রেফ ভুলে যেতে চাই
সেইসব নারকীয় হত্যা আর ধর্ষণের ইতিহাস।

 

আমরা স্বপ্ন দেখবো জীবনমুখী উন্নয়নের!
আমরা পথ চলবো পায়ে মেখে সবুজ ঘাস!
আমরা করে দেখাবো পরিবর্তন কেমন!
আমরা ভুলে যেতে চাই অসহায় মানববন্ধন।


মিথুন খান