শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

জীবনানন্দ

প্রকাশিত: ২৪ জুন ২০১৯  

এই সব আঁধার ভর করে উড়ে যায় গ্রহের অলিখিত পাঠশালার অক্ষর,
উড়ে যায় দূর নক্ষত্রের গোপন বাসে....

 

নিঃসঙ্গ ছায়ায় থমকে থাকে চিবুকের বিষাদ !
তাতে বেদনার সব রং ডানায় মেখে বসে আছে ফড়িংয়ের জীবন,
মোমের শিখায় গলে পড়ে যাবতীয় পাণ্ডুলিপির ধূসর আয়োজন !

 

মিলন মাহমুদ