শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এরশাদ, উদ্বিগ্ন নেতা-কর্মীরা

প্রকাশিত: ১ জুলাই ২০১৯  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এখন পার্টির কর্মীদের উদ্বিগ্ন সময় কাটছে। স্বাস্থ্যের বিষয়ে কোনো খবর নেই তাদের কাছে।


আইসিইউ লাউঞ্জে স্থাপিত মনিটরটিও এখন বন্ধ। ২৬ জুন ভতির্র পর সব সময় মনিটরে এরশাদকে দেখানো হতো। কিন্তু রোববার (৩০ জুন) বিকাল থেকে বন্ধ করে দেওয়া হয় মনিটর। আগে দূর থেকে মনিটরে দেখে স্বস্থি বোধ করতেন কর্মী ও পরিবারের লোকজন, এখন সেটিও নেই।


সোমবার (১ জুন) সকাল দশটায় এরশাদের ডেপুটি প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য জানান।


এরশাদের সর্বশেষ খবর জানার জন্য হাসপাতালে অবস্থান কনরছেন দলের অনেক সিনিয়র নেতা। সকাল হতেই একে একে অনেকেই হাজির হতে থাকেন হাসপাতালে। সবার মুখই মলিন। এ মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম নুরু, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, মনিরুল ইসলাম মিলন, মহিলা এমপি নাজমা আক্তার, রওশন আরা মান্নান, এরশাদের ডেপুটি প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী প্রমুখ।

এই বিভাগের আরো খবর