শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

জাহিদ হাসানের ‘সিতারা’ মুক্তি পাচ্ছে ১৯ জুলাই

প্রকাশিত: ৯ জুলাই ২০১৯  

বিনোদন রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : গত মে মাসে ভারতে মুক্তি পাবার কথা ছিল ‘সিতারা’ চলচ্চিত্রের। যেখানে কাজ করেছেন বাংলাদেশের জাহিদ হাসান ও ফজলুর রহমান বাবু। আছেন ওপারের নায়িকা রাইমা সেন। ছবিটি মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।


আগামী ১৯ জুলাই এটি মুক্তি পাবে ভারতের ৫ টি প্রদেশে। এগুলো হলো পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, কর্ণটক ও অন্ধ্র প্রদেশে। ছবিটি নিয়ে টাইমস অব ইন্ডিয়া একটি খবর প্রকাশ করেছেন। সেখানেই নতুন তারিখের কথা জানিয়েছেন এর পরিচালক আশীষ রায়


একই সঙ্গে এটি মুক্তি পাবে বাংলা, তেলেগু ও তামিল ভাষায়। পশ্চিমবঙ্গের অন্যতম সাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘সিতারা’। ফজলুর রহমান বাবু, জাহিদ হাসান, ভারতের রাইমা সেন ও বাহুবলীর অভিনীত ছবিটি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা আশীষ রায়। 


ছবিটি নিয়ে জাহিদ হাসান বলেছিলেন, সীমান্তের নানা ঘটনা নিয়ে কাহিনি এগিয়েছে সিতারা ছবির। 


ছবিতে রাইমা সেনের দেহরক্ষী চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। শুটিং হয়েছে ভারতের কোচবিহারের প্রত্যন্ত মেখলিগঞ্জের বিস্তীর্ণ এলাকায়। চোরাচালারের গল্প এবং এই ব্যবসার সঙ্গে জড়িত নি¤œবিত্ত মানুষের জীবনযাত্রা নিয়ে এগিয়েছে সিতারা ছবির কাহিনি।

এই বিভাগের আরো খবর