বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজে গণহত্যা দিবসের আলোচনা সভা

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯  

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করা হয়েছে।


সোমবার (২৫ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়াস্থ হাই স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে এ আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করা হয়।


যুদ্ধকালীন কমান্ডার আলী হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ গভর্নিং বর্ডির সভাপতি এসএম কামাল হোসেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা ডেপুটি কমান্ডার আয়েত আলী, বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদু, বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী, আব্দুর শাকুর মাস্টার, আব্দুল আজিজ দেওয়ান, মোহাম্মদ আলী, ইব্রহিম সিকদার, আবুল হাশেম মোল্লা, হযরত আলী মাস্টার, জয়নাল আবেদিন, ওহাব আলী, আব্দুল মোতালিব, শাহাব আলী, নুর মোহাম্মদ, আহাম্মদ আলী, সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ, মোহর আলী, জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এনায়েত হোসে, জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ গভর্নিং বর্ডির শিক্ষানুরাগী সদস্য জাকির হোসেন, অভিভাবক সদস্য সিরাজুল ইসলাম, জাহাঙ্গির আলম, আফাজউদ্দিন ও মোশারফ হোসেন প্রমুখ।


এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা ২৫ মে  মার্চ কাল রাতের পাকবাহিনী কর্তৃক নিরীহ শান্তিপ্রিয় বাঙালীর উপর আক্রমণের বর্বর ইতিহাস তুলে ধরেন। সেই সাথে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। 

এই বিভাগের আরো খবর