বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

জাতীয় শোক দিবস পালনে আরজু ভূঁইয়া’র নেতৃত্বে প্রস্তুতি সভা

প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৮  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আরজু রহমান ভূঁইয়া’র নেতৃত্বে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।  

সোমবার (১৩ আগষ্ট) বিকেলে মদনপুরে অবস্থিত আরজু হাউসে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আরজু ভূইয়ার নেতৃত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভায় উপস্থিত নেতা-কর্মীরা তাদের বক্তব্যে বলেন, আরজু ভূঁইয়া’র নেতৃত্বে জাতীয় শোক দিবস পালনের সাথে সম্পৃক্ত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  নেতা-কর্মীদের উদ্যোগে ১৫ই আগস্টের দিন সমগ্র আসন জুড়ে অসংখ্য স্পটে কাঙ্গালী ভোজের ব্যবস্থা করা হবে। 

সেদিন কাঙ্গালী ভোজের কার্যক্রমকে আরও গতিশীল ও সফল করতে আরজু ভূঁইয়া’র নেতৃত্বে পরিচালিত আমাদের বিশাল বহর আশা রাখছি ৭০-১০০টি স্পটে উপস্থিত হবে। তাছাড়া আমরা সেদিন সমগ্র বন্দর জুড়ে কাঙ্গালীভোজ ও দোয়া মাহফিলের মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সেদিনের সেই হত্যাকান্ডে শহীদ হওয়া তাঁর পরিবারের প্রতিটি সদস্যের আত্মার মাগফিরাত কামনা করব।

এ সময় মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শুক্কুর আলী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুরুজ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক গহন আলী দেওয়ান, সাংস্কৃতিক সম্পাদক  আলী ভান্ডারী, সদস্য মোতালিব মিয়া, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিম প্রধান, সাবেক ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, আওয়ামী লীগ নেতা জলিল মিয়া, ধামগড় ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন, মুছাপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শামসুল হক মাস্টার, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক লাইব্রেরী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আল মামুন ভূঁইয়া, বন্দর থানা যুবলীগ নেতা ইকবাল হোসেন ভূঁইয়া, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল ভূঁইয়া, বন্দর উপজেলা ওলামা লীগ নেতা জহিরুল ইসলাম, নাসিক ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এবাদুল্লাহ মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল আহম্মেদ, আলীম, মুছাপুর ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ২নং ওয়ার্ড তাঁতী লীগ সভাপতি হাবীবুল্লাহ, সদস্য এবাদুল্লাহ ও জলিল মিয়া সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
 

এই বিভাগের আরো খবর