শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রকাশিত: ১০ মার্চ ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১০ মার্চ) নারায়ণগঞ্জ সদর উপজেলার কমর আলী স্কুল প্রঙ্গণে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৯।


জেলা ত্রাণ ও পুর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ সেলিম রেজা।


সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আনোয়ার হোসেন'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিাত ছিলেন কমর আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিপেন্দ্র নাথ ভদ্র ও নারায়ণগঞ্জ ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আবদুল্লাহ আল আরেফিন।


অনুষ্ঠানে ভূমিকম্প ও অগ্নিকান্ডের মূহুর্তে করণীয় মহড়া প্রদর্শন করে ফায়ার ব্রিগ্রেড ও সিভিল ডিফেন্সের একটি চৌকষ দল।

এই বিভাগের আরো খবর