বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

জন্মাষ্টমীর নিরাপত্তা পর্যবেক্ষণে মন্দিরে মন্দিরে এসপি হারুন

প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১ তম আর্বিভাব তিথি জন্মদিন বা শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরব্যাপী নিরাপত্তা বলয় তৈরি করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। 


শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে নিরাপত্তার সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। 
এরপর তিনি নারায়ণগঞ্জ শহরের দেওভোগে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর মন্দির, শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী মন্দির, শ্রী শ্রী রামসীতা মন্দির ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। 


এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন ও নিরাপত্তার সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
 

এই বিভাগের আরো খবর