বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

ছেলেধরার নামে কাউকে মেরে ফেলে অপরাধে জড়াবেন না : ডিসি জসিম

প্রকাশিত: ২১ জুলাই ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, বর্তমানে ছেলেধরা নামে গুজব দিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। কিছু মানুষ সমাজকে অশান্তির দিকে ঠেলে দিচ্ছে। আমরা কোন অপরাধীর সন্ধান পেলে প্রশাসনকে জানবো তাকে আইনের হাতে সোপর্দ করবো।

 

কাউকে মেরে ফেলবেন না তাহলে আপনি মেরে ফেলার অপরাধে জড়িয়ে যেতে পারেন। নারায়ণগঞ্জে আর যেনো ছেলে ধরা সন্দেহে কেউ যেনো আঘাত প্রাপ্ত না হয়। 


রোববার (২১ জুলাই) সামসুজ্জোহা ক্রিকেট গ্রাউন্ড প্রাঙ্গণে জেলা প্রশাসন বন বিভাগ ও কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর আয়োজনে সপ্তাহ ব্যাপী ফল ও বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 


সোশ্যাল ফরেষ্ট জোনের সহকারী বন সংরক্ষক মো ফজলুল হকরে  সভপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো: মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপÑপরিচালক কাজী হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক এম এম রাসেল, চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা মো: জামাল উদ্দীন সরকার সবুজ, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিউল আলম খান প্রমুখ। 


এ সময় জেলা প্রশাসক জসিম উদ্দিন আরো বলেন, গাছ লাগাতে গিয়ে আমরা তিনটি জায়গায় আটকে আছি। সেগুলো হলো- গাছ লাগানো জায়গা পাই না, আবার গাছ লাগালে টিকে থাকে না,  ভুল প্রক্রিয়ায় গাছ লাগানো,  গাছের চারা পাওয়া যায়না। 


আমাদের নার্সারি মালিক দেরকে প্রচুর পরিমানের জায়গা দিতে হবে। তাদের যদি কৃষি ঋণ বিনা সুদে ঋণ দিতে পারি তাহলে তারা গাছ লাগাতে পারবে। আমাদের  এখন থেকে চেষ্টা করতে যে গাছ গুলো এমনিতেই হতো । 


সেই প্রজাতির গাছ গুলো আমাদের আশপাসে লাগাতে হবে। আমরা এখন ড্রাগন গাছের মত কিছু দামি দামি ফলগাছ রোপন করছি যা গরিব বস্তির মেয়েরা খেতে পারছে না। 


বর্তমান প্রজন্মরা এখনো অনেক গাছ সর্ম্পকে  কিছু জানে না । আমাদের এখন হাজার হাজার টন ধান গাছ লাগনো মত  জায়গা নেই ।

 

তাই তাদের কে জানাতে হবে টবে মধ্যে কোন মাটি দিলে গাছটি ঠিক থাকবে কিভাবে লাগাতে হবে । বাংলাদেশে সবচেয়ে বড় ব্যার্থতা হলো  ২০ থেকে ২৫ বছরে মধ্যে অনেক গাছ লাগানো হয়েছে। কিন্তু কিভাবে গাছ লাগাতে হবে তা ঠিক মত করে লাগাতে পারি নাই। গাছ লাগানো পদ্ধতিগুলো জানতে হবে কিভাবে গাছ লাগাতে হবে। 


উদ্বোধন শেষে জেলা প্রশাসক সবার মাঝে চারা বিতরণ করে এবং স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন । 
 

এই বিভাগের আরো খবর