বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

ছিনতানকারী জামাল ও আরমানের ১ দিনের রিমান্ড

প্রকাশিত: ৮ মার্চ ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ের বিসিক এলাকা থেকে ট্রাক চালককে ছুরিকাঘাত করে যানবাহনে থেকে তেল চুরির সময় আটক দুই ছিনতানকারী ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

 

রোববার (৮ মার্চ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়েন কবিরের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

রিমান্ডকৃত আসামিরা হলো-সোনারগাঁ থানার বারদী ইউনিয়নের আ.বারেকের ছেলে মো.জামাল (২৫) ও নারায়ণগঞ্জ সদরের দক্ষিণ কাগজীপাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে আরমান(২৭)।

 

প্রসঙ্গত কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ গত ৫ মার্চ বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর বিসিক শিল্প নগরীর ১নং গেইটের সামনে থেকে  মো. জামাল (২৫) আরমান (২৭) গ্রেফতার করে। এসময় ঘটনাস্থল থেকে ১৯০ লিটার ডিজেল ও ট্রাংকি থেকে তেল নামানো প্লাস্টিকের পাইপ উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাক চালক আক্তার হোসেন সাগর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এই বিভাগের আরো খবর